মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

রিটার্ন দাখিলে অসামর্থ্যকারীরা ১৫ দিন সময় পেলেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১০.৫৬ পূর্বাহ্ণ
  • ৯২ বার

চার শ্রেণির বিশেষ করদাতা ব্যতীত সব ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এই চার শ্রেণির বিশেষ করদাতারা অনলাইনে রিটার্ন দাখিলে অসামর্থ্য হওয়ায় তাদের হার্ডকপি বা কাগুজে রিটার্ন দাখিল করা যাবে। যদি তাও দিতে না পারেন ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট লিখিত আকারে জানানোর সময়সীমা বেঁধে দিয়েছিলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এই সময়সীমা আরো ১৫ দিন বাড়িয়ে ১৫ নভেম্বর পর্যন্ত করেছে এনবিআর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা এই সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়েছে।

বিশেষ আদেশে বলা হয়েছে, ‘আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, সূত্রোক্ত বিশেষ আদেশ নং-১/২০২৫ এর ক্রমিক নং-১ এ উল্লিখিত করদাতারা ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর প্রদত্ত ক্ষমতাবলে, এনবিআর, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে বিশেষ আদেশ নং-১/২০২৫ এর ক্রমিক নং-১ এ উল্লিখিত করদাতারা ব্যতীত অন্য যেকোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে তারা ৩১ অক্টোবর তারিখের পরিবর্তে ১৫ নভেম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।’

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

© 2019, All rights reserved.
Design by Raytahost.com
error: Content is protected !!